জেনে নিন Facebook সমন্ধে কিছু তত্য
১. রোজ ৬ লক্ষ বার ফেইসবুক হ্যাক করার চেষ্টা হই.তার মানে মাসে ১ কোটি বার এর ও বেসি বার চেষ্টা করা হই.
২. আপনি ফেইসবুক এ যে কোনো ভাষা তে লিখতে পারেন।ফেইসবুক প্রায় জগতের সব ভাসায় সাপোর্ট করে.আপনি খুব সহজেই ফেইসবুক এর ভাষা পরিবর্তন করতে পারেন।
৩.Al Pacino এনি হলেন ফেইসবুক প্রথম user .এনি প্রথম একাউন্ট খোলেন।
৪.পৃথিবীর সব স্মার্টফোন users রা রোজ ১৪ বার কমপক্ষে Facebook চেক করেন।
৫.ফেইসবুক এ unfriend করার জন্য খুন হযেছে এই রকম অনেক উদাহরণ আছে.
৬.একটি সমীক্ষা তে দেখা গেছে, যে কোনো ২ টি ফেইসবুক user এর মধে ৩.৭৪ এর পার্থক্য থাকে।
৭.Facebook দেখে আপনি আপনার পক কম্পিউটার থেকে কি কি সাইট দেখছেন , কতবার দেখছেন, ইত্যাদি। ফেইসবুক আপনার ব্রাউসার ইতিহাস দেখে।
৮.ফেইসবুক এ প্র্তি ৩ জনে ১ জন করে মানসিক অবসাদ গ্রস্থ থাকেন। এটি পরীক্ষা দ্বারা প্রমানিত।
৯.ফেইসবুক এর বেশিরভাগ রং নিল কারণ ফেইসবুক আবিস্কার কর্তা বর্নান্ধ। তিনি লাল , সবুজ রং পার্থক্য করতে পারেন না।
১০.ফেইসবুক এ বর্তমানে ৩ কোটি মৃত মানুষের প্রোফাইল আছে। এই প্রোফাইল গুলি এখন active আছে.
১১.ফেইসবুক চিনে বন্ধ আছে ২০০৯ সাল থেকে।
১২.ফেইসবুক এর কারণে মার্কিন যুক্তরাস্ট্রে বিবাহ বিছেদ থাকে। এর হার প্রতি ৩ টি বিবাহ এর ১ টি করে।
১৩.ফেইসবুক নির্মাতা মার্ক জুকারবার্গ কে ব্লক করতে পারবেন না আপনি যে কোনো ভাবে। মার্ক জুকারবার্গ এর প্রোফাইল টি খুলতে হলে আপনাকে facebook.com/4 হবে.
১৮.ফেইসবুক গড়ে মার্কিন ইউসার থেকে ৫.৮৫ ডলার করে ইনকাম করে.
১৯.ফেইসবুক এ প্রতিদিন এত পরিমানে ছবি ও ভিডিও আপলোড হই যা ২৭% upstearm ট্রাফিক এর সমান
২০.ফেইসবুক নির্মাতা মার্ক জুকারবার্গ ২০১৩ সালে প্রায় ১ বিলিয়ন ডলার দান করেন যা তাকে ওই বছরে সব থেকে বারো দাতা হিসাবে নাম করে.
No comments:
Post a Comment